
সিলেট এর লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে আগামী ২৯শে সেপ্টেম্বর নেটওয়ার্ক সিস্টেম এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। “সেমিনার অন নেটওয়ার্কিং সিস্টেমস শীর্ষক এই আলোচনা সভায় নেটওয়ার্কিং এর প্রাথমিক খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকবে।
সেমিনারে নেটওয়ার্কিং সম্পর্কিত বিশেষজ্ঞ বক্তারা তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞার আলোকে নেটওয়ার্কিং এর প্রাথমিক খুটিনাটি বিষয়াবলী উপস্থিত অতিথিবৃন্দের সামনে উপস্থাপন করবেন।
তড়িৎ প্রকৌশলীদের অঙ্গসংস্থা ইন্সটিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস এর লিডিং ইউনিভার্সিটির স্টুডেন্ট ব্রাঞ্চ এর সর্বাত্মক প্রচেষ্টার ফলে এই সেমিনার আয়োজিত হচ্ছে। এছাড়াও আইইই এর বাংলাদেশ সেকশন, আইইই এর বাংলাদেশ সেকশন স্টুডেন্ট একটিভিটিস কমিটি এবং আইইই ইয়াং প্রফেশনালস বাংলাদেশ এই সেমিনার আয়োজনের পাশে আছে। আইইই এর সদস্যপদ লাভের গুরুত্ব এবং আইইই এর গঠনতন্ত্র এবং কার্যক্রমও এই সেমিনারে আলোচনা করা হবে।
আগামী ২৯শে সেপ্টেম্বর সিলেটের কমলবাজারের রাগিবনগর এলাকায় লিডিং ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে গ্যালারী-১ এ এই সেমিনার আয়োজিত হবে। সকাল ৯:৩০ থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০ পর্যন্ত এই সেমিনার চলবে।