
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২০ এর ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করলো দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স। গ্রুপ পর্বের এই ম্যাচ ১৩ই মার্চ ২০২০ রোজ সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষ দল ছিলো স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে যাওয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স এর আট নাম্বার জার্সিধারী আসফি রাইহান ১৬ মিনিটের সময় গোল করেন। প্রতিপক্ষ স্টেট ইউনিভার্সিটি কে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স খেলোয়াড়রা খেলোয়াড়রা গোল করার সুযোগ দেয় নাই। ফলে ১-০ শুন্য গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স। জয়ের ফলে গ্রুপ পর্বের আরেক ম্যাচে আগামী ১৫ই মার্চ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর সাথে গোলশূন্য ড্র করলেও পরবর্তী রাউন্ডে খেলবে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স। উল্লেখ্য যে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্স পরেছে “বি গ্রুপ” এ এবং অন্য দুই প্রতিদন্দ্বী হলো যথাক্রমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।