
বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মান কোনও অংশে কম না। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে খরচের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। কারন পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ তুলনামুলক অনেক বেশী। তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর খরচ সম্পর্কে আগে ভাগে জানা থাকলে বেশ সুবিধা হয়।
চলুন একনজরে জেনে নেয়া যাক বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের বিবিএ ডিগ্রী নিতে হলে কত খরচ হতে পারে
বিশ্ববিদ্যালয়ের নাম | প্রতি সেমিস্টারের খরচ | ৪ বছরের মোট খরচ |
ব্র্যাক বিশ্ববিদ্যালয় | ৮০৮৯২ টাক | ৯৭৮৪০০টাকা |
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় | ৭০,৫০০ টাকা | ৮,৫৩,০০০ টাকা |
ইনডিপেনডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশ (আইইউবি) | ৭০,৫০০ টাকা | ৮,৫৩,০০০ টাকা |
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বাংলাদেশ (এআইইউবি) | ৬৬,৭০৮ টাকা | ৮,০৮,০০০ টাকা |
ইউল্যাব বিশ্ববিদ্যালয় | ৬২,৬০৪ টাকা | ৭,৫৩,৭৫০ টাকা |
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি (ইউআইইউ) | ৫৭,০৮৩ | ৬,৯০,০০০ |
ইউনিভারসিটি অফ এশিয়া প্যাসিফিক | ৬,২০,০০০ টাকা | |
ইস্ট ওয়েস্ট ইউনিভারসিটি | ৫১,১০৯ টাকা | ৬,১৪,৮২০ টাকা |
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় | ৫১,১২১ টাকা | ৬,১৩,৪৫০ টাকা |
আইইউবিএটি | ৪৯,৯৪৩ টাকা | ৫,৯৯,৩১৬ টাকা |