
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক ভিসি মোহাম্মদ সবুর খান গত ১৯শে জুলাই জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটি থেকে সম্মানসুচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন। শিক্ষা খাতে তার অসামান্য অবদান, ককাশাস বিশ্ববিদ্যালয়ের বর্তমান আন্তজার্তিক অবস্থানে তার অবদান এবং সর্বোপরি জর্জিয়ার প্রতি তার অনস্বীকার্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ককাশাস বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা “Honorary Doctor of Caucasus University” (Doctor Honoris Causa)” প্রদান করা হয়।
গত ১৯শে জুলাই আনুষ্ঠানিকভাবে জর্জিয়ার ককাশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কাখা শেনগেলিয়া মোহাম্মদ সবুর খান এর হাতে এ সম্মাননার স্মারকপত্র তুলে দেন। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জিয়ার পার্লামেন্টের চেয়ারপারসন এবং স্পিকার আর্চিল তালাভাজ, জর্জিয়ার বিলিসি শহরের মেয়র কাখা কালাজ, নিউ জার্সি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সু হ্যান্ডারসন এবং প্রমুখ