
ডাচ বাংলা ব্যাংক মেধাবী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার জন্য ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এসএসসি শিক্ষা বৃত্তি ২০১৯ বিজ্ঞপ্তি এসএসসি ২০১৯ এর পরে এবং এইচএসসি ২০১৯ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদনকারীর ছাত্রছাত্রীদের শিক্ষাগত ফলাফল, আর্থিক সামর্থ্য, শারীরিক অবস্থা ইত্যাদি বিষয়ের ভিত্তিতে ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর বিপুল সংখ্যক আবেদন থেকে যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। এই শিক্ষা বৃত্তির আওতায় প্রায় ৯০ শতাংশ গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় এবং ৫০% ছাত্রীদের বৃত্তি দেয়া হয়।
