
বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবারের মতো সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার। সমন্বিত পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপত্র প্রক্রিয়া সম্প্রতি চালু হয়েছে, এ প্রক্রিয়ায় ১৫ই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
কৃষিবিষয়ক সাত বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৩৫৫১। এর মধ্যে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১১০৮ জন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০ জন,
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০০ জন,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৮৭ টি
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫ টি
এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি করে আসন রয়েছে।
অনলাইনে www.admission-agri.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের কাঙ্খিত বিষয়গুলো পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে। আবেদনের সময় যেসব বিষয় নির্বাচন করা হবে, পরীক্ষায় উত্তীর্ণ হলে ফলাফলের ভিত্তিতে শুধু সেসব বিষয়েই পড়ার সুযোগ পাবে। কোনো বিষয় নির্বাচন না করলে পরবর্তীতে সে বিষয়ে পড়ার সুযোগ থাকবে না। পাশাপাশি আবেদনের সময় কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তাও নির্বাচন করে দিতে হবে।
অনলাইন আবেদন শেষে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০০০ টাকা মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ ও শিওরক্যাশের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন সমস্যায় admission.agri7@gmail.com ঠিকানায় ইমেইল করে যোগাযোগ করা যাবে।