
২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সমমানের অন্যান্য পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ অতি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০১৯ এর ফল ঘোষণার তারিখ ধার্য করা হয়েছে ১৭ই জুলাই ২০১৯। শিক্ষা মন্ত্রনালয়ের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান যে এইচএসসি এর রেজাল্টের প্রথম কপিটি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে। এবং এরই ধারাবাহিকতায় দিনের পরবর্তী সময়কালে ফলাফল উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে এই বছরের এইচএসসি পরীক্ষা ২০১৯ সালের এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হয়ে মে মাসের ২১ তারিখ পর্যন্ত হয়েছিলো। ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে।