
ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ চলতি বছরের ফল ২০১৯ সেমিস্টারের পর এবার স্প্রিং ২০২০ সেমিস্টারের তারিখ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর, ২০১৯ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভর্তি পরিক্ষার প্রশ্নপত্র সাধারণত এমসিকিউ এর মাধ্যমে করা হয়ে থাকে। এবং এমসিকিউ এর প্রশ্নপত্রের প্রশন থেকে শুরু করে সবকিছু লেখা থাকবে ইংরেজিতে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্রে বিজ্ঞান বিভাগ থেকে এমসিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। পাঠক! চলুন একনজরে জেনে নেয়া যাক ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্রের ধরণ।
ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্রের ধরণ
বিভাগের নাম | বিষয়ের নাম | প্রশ্নের ধরণ | নম্বর বন্টন | সময় |
ক বিভাগ | পদার্থবিজ্ঞান | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর | ৩০ মিনিট |
খ বিভাগ | রসায়ন | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর | ৩০ মিনিট |
গ বিভাগ | গণিত/জীববিজ্ঞান | ২৫টি প্রশ্ন | ২৫ নম্বর | ৩০ মিনিট |
ঘ বিভাগ | ইংরেজি | শুন্যস্থান পূরণ ১০ মার্কস কমপ্রিহেনসন ৫ মার্কস প্যারাগ্রাফ ১০ মার্কস | ২৫ নম্বর | ৩০ মিনিট |
*শতকরা মোট ১০০ ভাগ নম্বরের ৭৫% ভর্তি পরীক্ষা, ১০% এসএসসির রেজাল্ট এবং ১৫% এইচএসসির রেজাল্টের উপর হিসাব করা হবে